শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ মে ২০২৩, ০০:০০

চোখে মরিচের গুঁড়ো মিশ্রিত পানি ছিটিয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যার চেষ্টা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ পূর্ব রঘুনাথপুরে সম্পত্তিগত বিরোধের জেদ ধরে আবু তাহের বেপারী (৫৮) নামে বৃদ্ধকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গতকাল ২০ মে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধ বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, শনিবার দুপুরে আহত আবু তাহের বেপারী নিজ বাঁশঝাড় হতে বাঁশ কাটতে গেলে কামাল বেপারী (৪৫), তার স্ত্রী আমেনা বেগম ও ছেলে মুন্না বেপারী দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। হামলাকারীরা আবু তাহের বেপারীর চোখে মরিচের গুঁড়ো মিশ্রিত পানি ছিটিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে আবু তাহের বেপারী মাটিতে লুটিয়ে পড়ে ডাক-চিৎকার দিলে তার স্ত্রী-সন্তানরা ছুটে এসে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আবু তাহেরের বাম হাতের কব্জির ওপর ৪টি এবং মাথায় তিনটি সেলাই দেয়া হয়েছে। তার অবস্থা বেগতিক হওয়ায় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

আহত আবু তাহের বেপারীর ছেলে শরিফ বেপারী জানান, কামাল বেপারী ও তার স্ত্রী-সন্তানরা সম্পত্তিগত বিরোধকে ইস্যু করে দীর্ঘদিন যাবৎ আমাদের পরিবারের ওপর সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আমার বাবাকে মারধর করা অবস্থায় আমরা তাকে রক্ষা করতে গেলে আমাকে, ছোট ভাইকে ও আমার মাকে মারধর করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের আসামী করে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে তিনি জানান।

চাঁদপুর মডেল থানার এএসআই মিজান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত কামাল বেপারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়