প্রকাশ : ২১ মে ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জের আষ্টাবাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন](/assets/news_photos/2023/05/21/image-33256.jpg)
ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নের আষ্টাবাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত ৩টি পদে ১৮৭ জন ভোটারের মধ্যে ১৮৭ জন ভোটারই উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে নির্বাচনী ফলাফলে সভাপতি পদে দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ, বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক, মেসার্স মমতাজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ মনির পাটওয়ারী ১৩৮ ভোটে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাবলু ছাতা প্রতীক নিয়ে ৪৪ ভোট পান। সহ-সভাপতি পদে আম প্রতীক নিয়ে ৯৮ ভোট পেয়ে বিজয়ী হন মোঃ ইয়াসিন হোসেন। সাধারণ সম্পাদক পদে চেয়ার প্রতীক নিয়ে ১৩১ ভোট পেয়ে বিজয় লাভ করেন মোঃ আকতার হোসেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ফরিদগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার ইলিয়াস হোসেন। নির্বাচনে আইন-শৃঙ্খলার দায়িত্বে ছিলেন ফরিদগঞ্জ থানার এসআই আমজাদ হোসেন ও তার ফোর্স এবং স্থানীয় গ্রাম পুলিশ বাহিনী।
নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ৫নং গুপ্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান পাটোয়ারী ও স্থানীয় মেম্বার সাইফুল ইসলাম। বিজয়ী সভাপতি মোঃ মনির পাটওয়ারী তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বাজার ব্যবসায়ীদের কাছে আমি চির কৃতজ্ঞ থাকলাম। ইতিপূর্বে আমি বাজারের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালনের সময় বাজারের উন্নয়নে কোনোরকম অবহেলা করি নি। তাই বাজার ব্যবসায়ীরা আমাকে বিশ্বাস করে এ বছর বিপুল ভোটে সভাপতি নির্বাচিত করেছেন। ইনশাআল্লাহ আমিও বাজার ব্যবসায়ীদের সেই বিশ্বাসকে মূল্যায়ন করবো।