প্রকাশ : ২১ মে ২০২৩, ০০:০০
![চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুভ উদ্বোধনের ফলক উন্মোচন করলেন শিক্ষামন্ত্রী](/assets/news_photos/2023/05/21/image-33255.jpg)
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুভ উদ্বোধনের ফলক উন্মোচন করা হয়েছে। শনিবার (২০ মে) দুপুরে উদ্বোধনী ফলক উন্মোচন করেন শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপি। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম উপস্থিত ছিলেন।
উপাচার্য প্রফেসর ড. মোঃ নাছিম আখতার ফলক উন্মোচন শেষে শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসটি ঘুরিয়ে দেখান।
এ সময় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং চাঁদপুরবাসীর স্বপ্নের প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হওয়ায় মহান রাব্বুল আলামিনের প্রতি শোকরিয়া জানান এবং প্রধানমন্ত্রীর প্রতি জেলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।
উপাচার্য প্রফেসর নাছিম আখতার জানান, সদর উপজেলার খলিশাডুলি এলাকায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি উদ্বোধন করা হলো। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়রসহ নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সঙ্গে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণা, বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে আধুনিক জ্ঞানচর্চা ও পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের উদ্দেশ্যে ২০২০ সালে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল জাতীয় সংসদে পাস হয়। এরপর ২৫ জানুয়ারি ২০২১ তারিখে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতি ডুয়েটের শিক্ষক অধ্যাপক ড. নাছিম আখতারকে চাঁবিপ্রবির উপাচার্য নিয়োগ দেন।