প্রকাশ : ২০ মে ২০২৩, ০০:০০
আগামী তিনদিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। শুক্রবার (১৯ মে) সকালে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে বলা হয়েছে, আজ ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
গতকাল সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় মংলায় সর্বোচ্চ ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, রংপুর, ডিমলা, রাজারহাট, সিলেট, চট্টগ্রাম, সন্দ্বীপ, সীতাকুণ্ড, কুমিল্লা, চাঁদপুর, কক্সবাজার, মাইজদীকোর্ট, ফেনী, হাতিয়া, কুতুবদিয়া, সাতক্ষীরা, যশোর, বরিশাল, পটুয়াখালী, খেপুপাড়া, ভোলাসহ দেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হয়েছে। সূত্র : বণিক বার্তা অনলাইন।