প্রকাশ : ২০ মে ২০২৩, ০০:০০
![স্মৃতিশক্তি হারানো নিখোঁজ বৃদ্ধকে পরিবারে ফিরিয়ে দিলো পুলিশ](/assets/news_photos/2023/05/20/image-33202.jpg)
স্মৃতিশক্তি হারানো বৃদ্ধ তোতা মিয়া (৮০) কে ফিরে পেলেন পরিবারের সদস্যরা। চারদিন নিখোঁজ থাকার পর গতকাল চাঁদপুর মডেল থানা পুলিশ এবং নতুনবাজার ফাঁড়ি পুলিশের কাজ থেকে বুঝে নিয়েছেন তোতা মিয়াকে তার স্বজনরা। এর আগে গত দুইদিন চাঁদপুর মডেল থানায় পুলিশ হেফাজতে ছিলেন তিনি। শুক্রবার (১৯ মে) তাকে তার বড় ছেলের হাতে তুলে দেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ ও নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু দত্ত।
জানা যায়, গত বুধবার (১৭ মে) রাতে চাঁদপুর শহরের পুরান আদালতপাড়া এলাকায় ঘোরাঘুরি করছিলেন স্মৃতিশক্তি হারানো এক বৃদ্ধ। দৃশ্যটি নজরে পড়ে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ সে এলাকার আরো কয়েকজনের। তারা অচেনা এ বৃদ্ধকে তার নামণ্ডঠিকানা জানতে চাইলে তিনি এলোমেলো কথা বলেন। চাঁদপুর কোথায় আসছেন, কার বাসায় আসছেন জানতে চাইলে তিনি এ বিষয়েও সঠিক কিছু বলতে পারেন নি। একপর্যায়ে পাশে থাকা নতুনবাজার পুলিশ ফাঁড়িতে তাঁরা পৌঁছে দেন ওই বৃদ্ধকে। সেখানে পুলিশসহ অন্যরা তাকে পুনরায় তার পরিচয় জানতে চাইলে তিনি তখন এতটুকু বলেন, তার নাম তোতা মিয়া, বাড়ি মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ। দুই ছেলের নাম রুবেল ও রকিবুল হাসান বলেন। এরপর পুলিশ ছবিসহ বিস্তারিত জানিয়ে সারাদেশে সে বার্তা পাঠিয়ে দেয়। ফেসবুকেও বৃদ্ধের সন্ধান প্রার্থী হয়ে পোস্ট দেয়া হয়। গতকাল শুক্রবার সকালে চাঁদপুর সদর মডেল থানায় মুন্সীগঞ্জ থেকে রুবেল মিয়া নামে এক ব্যক্তি ছুটে আসেন। তিনি জানান, এ বৃদ্ধ তার বাবার। নাম তোতা মিয়া।
তারপর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিন্টু দত্ত ও প্রেসক্লাব সভাপতির উপস্থিতিতে বৃদ্ধ তোতা মিয়াকে ছেলে রুবেল মিয়ার হাতে তুলে দেন। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ জানান, স্মৃতিশক্তি হারানো এমন একজন বৃদ্ধকে তার সন্তানের হাতে তুলে দিতে পেরে ভীষণ আনন্দিত। ওসি আব্দুর রশিদ ও ফাঁড়ির ইনচার্জ মিন্টু দত্ত এ বিষয়ে অনেক কষ্ট করেছেন।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ জানান, এমন মানবিক কাজের জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হয় সাংবাদিক এএইচএম আহসান উল্লাহকে। কারণ, তার চোখে ধরা না পড়লে হয়তো অন্য কোথাও হারিয়ে যেতেন স্মৃতিশক্তি হারানো এ বৃদ্ধ।
তোতা মিয়ার ছেলে রুবেল মিয়া বলেন, ‘আমার স্মৃতিশক্তি হারানো বাবাকে পেয়ে আনন্দিত। সাংবাদিক ও চাঁদপুর পুলিশের প্রতি কৃতজ্ঞতা।’