শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ মে ২০২৩, ০০:০০

সম্মাননা স্মারক পেলেন অধ্যক্ষ মাসুম তালুকদার
ফরিদগঞ্জ ব্যুরো ॥

একজন সফল শিক্ষানুরাগী হিসেবে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্যে ফরিদগঞ্জ কেআর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাসুম আলম তালুকদারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের পক্ষ থেকে এই স্মারক প্রদান করা হয়। কলেজে নিজস্ব মিলনায়তনে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মশিউর রহমানের হাত থেকে এ সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে ও অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূঁইয়ার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ বিশিষ্ট শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন। আলোচনা, গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এ সম্মাননা পাওয়ায় মাসুম আলম তালুকদার এক প্রতিক্রিয়ায় বলেছেন, কোনো কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পাওয়া বড় কথা নয়, সমাজে মানুষের কল্যাণে নিয়োজিত হলে যে আত্মতৃপ্তি পাওয়া যায় এটাই মানবতা। প্রতিটি ধর্মই মানুষের কল্যাণে কাজ করার নির্দেশ দিয়েছে। তাই সারাজীবন মানুষের সেবা করে যেতে চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়