প্রকাশ : ১৯ মে ২০২৩, ০০:০০
![তমাল কুমার ঘোষের শাশুড়ির শ্রাদ্ধোত্তর ভোগ নিবেদন সম্পন্ন](/assets/news_photos/2023/05/19/image-33172.jpg)
চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি বিশিষ্ট সংগঠক তমাল কুমার ঘোষের শাশুড়ি মাতা স্বর্গীয় অঞ্জলি রাণী ঘোষের শ্রাদ্ধোত্তর ভোগরাগ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৮ মে বৃহস্পতিবার মধ্যাহ্নে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক, জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবর্গের ব্যাপক উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। পুরাণবাজার রামঠাকুর বাড়ি দোল মন্দিরে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করে আয়োজিত ভোগ রাগ অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিদেরকে মহাপ্রসাদে আপ্যায়িত করা হয় এবং আগতদের অত্যন্ত বিনয়ের সাথে আপ্যায়ন করেন প্রয়াত অঞ্জলি ঘোষের ভাগ্যাহত কন্যা চাঁদপুরের গৃহবধূ অর্পণা রাণী ঘোষ ও তার মেয়ের জামাতা তমাল কুমার ঘোষ। অনুষ্ঠানে চাঁদপুর সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রণজিৎ রায় চৌধুরী (পিপি), জেলা স্কাউটের সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধাগোবিন্দ ঘোষ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহাসহ চাঁদপুর সদর, হাইমচর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, মতলবসহ বিভিন্নস্থানের সামাজিক, সাংস্কৃতিক, ব্যক্তি-বর্গের উপস্থিতি পরিলক্ষিত হয়।
উল্লেখ্য, গত ১২ মে রাতে হাস্যোজ্জ¦ল, সদালাপী অঞ্জলি ঘোষ তার নিজ বাড়ি বরিশাল চকের পুরে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ মেয়ে ২ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যু সংবাদ পেয়ে রাতেই সড়ক পথে তার ভাগ্যহীনা কন্যা অর্পণা রাণী ঘোষ স্বামী তমাল কুমার ঘোষকে সাথে নিয়ে বরিশালে তার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন এবং বাড়ি ফিরে এসে মৃত্যুর ৪র্থ দিনে প্রয়াতের আত্মার শান্তি কামনা করে ধর্মীয় নিয়মনীতি মেনে মায়ের মৃত্যুতে মেয়ের কর্তব্য কর্ম হিসেবে যা যা করণীয় তা সম্পন্ন করেন। আর তারই অংশ হিসেবে গতকাল ব্যাপক পরিসরে শ্রাদ্ধোত্তর ভোগরাগ সম্পন্নপূর্বক আমন্ত্রিত সকলকে প্রসাদে আপ্যায়িত করা হয়।
কষ্ট স্বীকার করে অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় আগত সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রয়াতের কন্যা অর্পণা রাণী ঘোষ ও জামাতা তমাল কুমার ঘোষ।