প্রকাশ : ১৯ মে ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে সাত কেজি গাঁজাসহ মোঃ শাহজাহান (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে ফরিদগঞ্জ উপজেলাধীন কামতাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত শাহজাহান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মোঃ কালা মিয়ার ছেলে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মান্নান জানান, এক মাদক ব্যবসায়ী গাঁজাসহ কামতা বাজার হতে শোল্লা রোডস্থ ব্রিজ এলাকায় অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৭ কেজি গাঁজা ও সিএনজিটি জব্দ করে শাহজাহানকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদক সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।