শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ মে ২০২৩, ০০:০০

মতলব জগন্নাথ দেব মন্দিরের সভাপতি শংকর নাগ, সম্পাদক  চন্দন সাহা
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব বাজারস্থ শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের জন্যে শংকর রাও নাগকে সভাপতি ও চন্দন সাহাকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৬ মে দুপুর আড়াইটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আহূত সভায় মন্দির কমিটির সকল সদস্যের মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস এবং প্রধান সমন্বয়ক ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। উক্ত সভায় মন্দির কমিটির সভাপতি পদে সাবেক সভাপতি শংকর রাও নাগের নাম সভাপতি প্রার্থী হিসেবে প্রস্তাব করেন উৎফল চন্দ্র চন্দ ও সমর্থন করেন প্রফেসর সুখরঞ্জন দাস। সভাপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় শংকর রাও নাগকে সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। অপরদিকে সাধারণ সম্পাদক পদে চন্দন সাহার নাম প্রস্তাব করেন জনাধন ঘোষ ও সমর্থন করেন উত্তম সরকার। এ পদেও একাধিক প্রার্থী না থাকায় তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়। এছাড়াও সহ-সভাপতি করা হয়েছে অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা ও গণেশ ভৌমিককে এবং যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে শুকুমার ঘোষকে। ৩ বছরের জন্যে এ কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, শংকর রাও নাগ মতলব জগন্নাথ দেব মন্দিরে সভাপতি ছাড়াও উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের লামচরী আশ্রম কমিটির সভাপতি, রেড ক্রিসেন্টের সদস্য, চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটির দাতা সদস্যের দায়িত্বে রয়েছেন। সাধারণ সম্পাদক চন্দন সাহা চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের সদস্য, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। সদ্য নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মন্দিরের সার্বিক উন্নয়নে কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়