শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ মে ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে গ্যাসের আগুনে বসতঘর পুড়ে গেছে
নুরুল ইসলাম ফরহাদ ॥

ফরিদগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে বসত ও রান্নাঘর পুড়ে গেছে। এতে প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ১৫ মে সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিণ বদরপুর এলাকার মনগাজী ফকির বাড়ির কাতার প্রবাসী সোলেমানের বতসঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

জানা যায়, সোলেমানের স্ত্রী মরোয়ারা বেগম রান্না করার জন্যে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে অসাবধানতা বশত ঘরে আগুন ধরে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে মনোয়ারা বেগমের হাত কেটে যায় এবং গায়ে আগুনের তাপ লাগলে আহত হন।

আগুন লাগার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ ইউনুস ঘটনাস্থলে ছুটে যান। এ বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, মুহূর্তের মধ্যেই আগুন লেগে সোলেমানের বসতঘর ও রান্নাঘর পুড়ে যায়। তাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।

তিনি আরো জানান, সোলেমানের ছোট ভাই আলমগীর বিদেশ যাওয়ার জন্যে এক লক্ষ সত্তর হাজার টাকা ঘরে রাখেন। আগামীকাল ঢাকায় গিয়ে টাকা ও পাসপোর্ট জমা দিয়ে আসার কথা ছিলো। কিন্তু মুহূর্তের মধ্যেই ঘরে আগুন লেগে ঘরে থাকা স্বর্ণালঙ্কার, পাসপোর্ট, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়