প্রকাশ : ১৫ মে ২০২৩, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে সোস্যাল ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। ১৪ মে সকাল ১১টায় বাজারের জাহাঙ্গীর মিঞার ভবনের ২য় তলায় এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খানের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমডি এন্ড সিইও জাফর আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, সোস্যাল ইসলামী ব্যাংক একটি শরীয়া ভিত্তিক ইসলামী ব্যাংক। মতলব পূর্বাঞ্চলের অন্যতম বাণিজ্য কেন্দ্র নারায়ণপুর বাজারে ব্যাংকটি গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করে জাতীয় অর্থনীতিতে ভূমিকা পালন করবে।
নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জমির হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নায়েরগাঁও বাজার শাখার ব্যবস্থাপক মাহবুব আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নারায়ণপুর এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীরা মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মবিন সুজন প্রধান। তিনি বলেন, আমি লিনা এন্টারপ্রাইজের মাধ্যমে এই এজেন্ট ব্যাংকিং কার্যক্রম গ্রাহকসেবা নিশ্চিত করে পরিচালনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এজন্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য তাসলিমা আক্তার আঁখি, ভবন মালিক এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর আলম মিঞা, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বণিক সমিতির সহ-সভাপতি মোঃ মজিবর রহমান মিলন মিঞা, বণিক সমিতির সাধারণ সম্পাদক ও খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপন মীর, নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসেন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও নারায়ণপুর পৌর যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মুন্সী, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বণিক সমিতির সদস্য মোঃ রাসেল প্রধান, নারায়ণপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও ব্যবসায়ী মিঞা মোঃ মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ গিয়াস উদ্দিন মজুমদার।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ ইশফাক আহমেদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নারায়ণপুর পূর্ব বাজার জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ জয়নাল আবেদীন।