প্রকাশ : ১৫ মে ২০২৩, ০০:০০
শিক্ষার মানোন্নয়নে কলেজের পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ। ২০২৩-২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল ও কিভাবে শিক্ষার্থীদের মানোন্নয়ন করে আগামী দিনে কলেজের সাফল্য ও সুনাম বৃদ্ধি করা যায় সে সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক (অবঃ) ফরহাদ হোসেন রতন ও স্বপন কুমার পাল এবং অভিভাবক সদস্য মোঃ শামসুজ্জামান মুন্সি। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সেলিম, সহকারী অধ্যাপক মোঃ বেলাল হোসেন, সহকারী অধ্যাপক নাজমা আক্তার, সহকারী অধ্যাপক সেলিম পাটওয়ারী, সহকারী অধ্যাপক প্রদীপ কুমার দাস ।
সভায় শিক্ষার মানোন্নয়ন কমিটির আহ্বায়ক, গভর্নিং বর্ডির বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক (অবঃ) স্বপন কুমার পাল শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার উল্যা। সভা পরিচালনা করেন মোহাম্মদ মাকছুদুর রহমান (সহকারী অধ্যাপক ও সম্পাদক, শিক্ষক পরিষদ)। অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ ২০২৩-২৪ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী, বিএমটি ও স্নাতক বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের ফলাফল কাঙ্ক্ষিত মানে উত্তীর্ণের জন্য প্রত্যেকের অবস্থান থেকে জোরালো ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।