প্রকাশ : ১৪ মে ২০২৩, ০০:০০
অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় গণমানুষের পাশে থাকতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপ-নেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। শনিবার (১৩ মে) এক ভিড়িও বার্তায় তিনি পার্টির নেতা-কর্মীদের প্রতি এ আহ্বান জানান। জাপা চেয়ারম্যান বলেন, নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা হলো, দুর্যোগ প্রবণ এলাকায় সব ধরনের মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকতে হবে।
তিনি বলেন, আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা দেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় মোকাবিলার প্রধান দায়িত্ব সরকারের। আমরা আশা করছি সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করছে।