শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ মে ২০২৩, ০০:০০

চাঁদপুর নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ
মিজানুর রহমান ॥

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’ ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে। এমন পরিস্থিতিতে সারাদেশের নদী পথের সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)।

এ নির্দেশনার প্রেক্ষিতে শুক্রবার (১২ মে) রাত সোয়া ১০টা থেকে চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়ণগঞ্জসহ এ রুটে লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ চাঁদপুর।

বিআইডব্লিটিএ চাঁদপুর নৌ বন্দর ও পরিবহন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন বলেন, ‘বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় মোখা ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসতে থাকায় এবং এর তীব্রতা বাড়তে থাকায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে। এ সংকেতের মানে হচ্ছে বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ মাত্রার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে বামদিকে রেখে উপকূল অতিক্রম করবে।’

তিনি আরও বলেন, ‘বিআইডব্লিউটিএ পরিচালকের (নৌ-নিট্রা) নির্দেশে শুক্রবার (১২ মে) রাত সোয়া ১০টা থেকে পরবর্তী নির্দেশ দেয়ার আগ পর্যন্ত ঢাকা-চাঁদপুর, চাঁদপুর-নারায়ণগঞ্জ, ঢাকা চাঁদপুর ভায়া শরীয়তপুর, মজু চৌধুরীর হাট (লক্ষ্মীপুর)-ইলিশা ঘাট (ভোলা) নৌপথের সব ধরনের লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।’

চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, ছোট-বড় সকল লঞ্চ চলাচল আরও আগে থেকেই আতঙ্ক বাড়ায় যাত্রীর চাপ হ্রাস পেয়েছে।

রাতে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করায় অনেক যাত্রী চাঁদপুর লঞ্চঘাটে এসে ফিরে গেছে। তদ্রƒপ ঢাকা সদরঘাটে শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের সময় চাঁদপুরগামী বোগদাদীয়ার একটি লঞ্চ ছেড়ে যাবার পর থেকেই সিদ্ধান্ত আসে লঞ্চ চলাচল বন্ধের। এরপর চাঁদপুরমুখী আর কোনো লঞ্চ সদরঘাট হতে ছেড়ে যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়