রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪১

মতলবে অঙ্গীকার বন্ধু সংগঠনের বর্ণ প্রতিযোগিতা

মাহবুব আলম লাভলু
মতলবে অঙ্গীকার বন্ধু সংগঠনের বর্ণ প্রতিযোগিতা

সরকারি নিবন্ধিত চাঁদপুরের অরাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা'র আয়োজনে মতলব উত্তরে ১২তম বর্ণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। (৮ ফেব্রুয়ারি ২০২৫) শনিবার উপজেলার নাউরি আদর্শ ডিগ্রি কলেজ ও মুন্সি আজিম উদ্দিন ডিগ্রি কলেজে প্রাথমিক বিদ্যালয় এবং ৭ ফেব্রুয়ারি শুক্রবার নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইবতেদায়ী ও কিন্ডারগার্টেন শিশু শ্রেণি ও ১ম শ্রেণির খুদে শিক্ষার্থীদের মেধা যাচাইমূলক বর্ণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার শিশু ও ১ম শ্রেণি'র সহস্রাধিক খুদে শিক্ষার্থী অংশগ্রহণ করে। মতলব উত্তর উপজেলা বর্ণ প্রতিযোগিতা উদযাপন উপ-কমিটির আহ্বায়ক মোঃ রাসেল মিয়া ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন খান এবং মতলব দক্ষিণ উপজেলা আহ্বায়ক মাহিনুর ইসলাম বৃষ্টি, সদস্য সচিব মোঃ কামরুল হাসান ও সংগঠনের প্রতিষ্ঠাতা, সভাপতি মুহাম্মদ আল আমিন মিয়াজী, সাধারণ সম্পাদক এএস পলাশ ও সহ-সভাপতি ওয়ালী উল্যাহ সরকার তৌহিদ সার্বিক সমন্বয় করেন। মতলব উত্তর উপজেলার কেন্দ্রসমূহের সমন্বয় করেন সোহেল রানা সরকার ও জয়ন্তী ভৌমিক।

২০১৩ সালে প্রতিষ্ঠিত অঙ্গীকার বন্ধু সংগঠনের বর্ণ প্রতিযোগিতার পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন সংগঠনের উপদেষ্টা রাশেদুজ্জামান টিপু, ফারুক আহমেদ বাদল, সাইয়্যেদুল আরেফিন শ্যামল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ। পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করেন উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক, জুয়েল রানা সরকার, নাজমুল রাসেল, মোঃ সুফী আহমেদ, মোঃ সাদ্দাম হোসেন, ইঞ্জি মোঃ সুজন মিয়া, সংগঠনের প্রচার সম্পাদক সীমান্ত পাল, শিক্ষার্থী কল্যাণ সম্পাদক সৈকত তালুকদার, সদস্য সিনথিয়া আক্তার, মাজেদা আক্তার, মো: নোমান বকাউলসহ বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষকবৃন্দ।।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়