রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৮

৩শ’ আসনে প্রার্থী দেবে ইনসানিয়াত বিপ্লব

---------চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত

কামরুজ্জামান টুটুল
৩শ’ আসনে প্রার্থী দেবে ইনসানিয়াত বিপ্লব

'দেশ ধ্বংসের দিকে যাচ্ছে। দেশে ধর্মের নামে অরাজকতা, ধর্মের নামে অধর্ম উদ্রবাদী, সাম্প্রদায়িক রাজনীতির প্রভাব পড়ছে। দেশের কোনো নিরাপত্তা নেই'। এভাবেই মন্তব্য করেছেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে হাজীগঞ্জ বাজারের বিশ্বরোড চৌরাস্তা এলাকায় আয়োজিত মানবতার রাজনীতির উদয় সমাবেশে এমন বক্তব্য রাখেন তিনি।

তিনি আরো বলেন, দেশের অর্থনীতি ধ্বংস, প্রকাশ্যে খুন-খারাবি হচ্ছে। এ অবস্থায় মানবতার রাজনীতিই একমাত্র মুক্তির পথ।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিগত আমলের মতো যদি প্রহসনের নির্বাচন না হয়, তাহলে সারাদেশে ৩শ’ আসনে প্রার্থী দেবে ইনসানিয়াত বিপ্লব। বর্তমান দুনিয়ায় চলমান একক ধর্মের নামে ও একক বস্তুবাদি জাতীয়তাবাদি একক গোষ্ঠীর স্বৈররাজনীতি সমগ্র মানবমণ্ডলীকে আত্মিক-রাজনৈতিক-অর্থনৈতকসব দিকে ধ্বংস করে দিয়েছে।

আল্লামা ইমাম হায়াত বলেন, মানবতার রাজনীতির শূন্যতায় মানবতাবিরুদ্ধ একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি মানবজীবনকে রক্তের সাগরে ভাসিয়ে দিয়েছে এবং সব রাষ্ট্র ও সারা দুনিয়াকে মানবজীবনের বিরুদ্ধে কারাগার কসাইখানায় পরিণত করেছে।

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শেখ রায়হান রাহবার ও কেন্দ্রিয় নেতা আরেফ সারতাজ, আবু আবরার চিশতী,, আহমদ শাহ মোর্শেদ, এমদাদ সায়ীফ, ইলিয়াস শাহ্, শেখ নয়ীমুদ্দীন, শেখ হানিফ, রেজাউল কাওসার, মাঈনউদ্দিন টিটু, মিজানুর রহমান আখন্দ, মাহমুদ হাসান নয়নসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়