প্রকাশ : ১৩ মে ২০২৩, ০০:০০
![চাঁদপুর সদর উপজেলা ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন](/assets/news_photos/2023/05/13/image-32928.jpg)
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১২ মে) বিকেলে চাঁদপুর শহরের বিপণীবাগ পার্টি হাউজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন।
তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। দেশের মানুষ ইসলামী আন্দোলনকে ভালোবাসে। এদেশের মানুষ ইসলামী আন্দোলনের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। গণমানুষের প্রত্যাশা পূরণ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সদর উপজেলা সভাপতি ডাঃ বেলাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মাকসুদুর রহমান ও সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদ সানী।
সদর উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা মুজিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক এইচএম নিজাম, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি শেখ মোঃ হাবিবুর রহমান।
দ্বি-বার্ষিক সম্মেলনে ২০২৩-২৪ সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি ডাঃ বেলাল হোসেন, সহ-সভাপতি মাওলানা মজিবুর রহমান ও সেক্রেটারী মাওলানা আবুল হাসানাত।