শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ মে ২০২৩, ০০:০০

শিক্ষামন্ত্রীর মায়ের মাগফিরাত কামনায় বিষ্ণুদী মাদ্রাসায় মিলাদ ও দোয়া
নিজস্ব প্রতিবেদক ॥

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ জেআর ওয়াদুদ টিপুর মা এবং ভাষাবীর এমএ ওয়াদুদের সহধর্মিণী শিক্ষাবিদ মরহুমা রহিমা বেগমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া ফাযিল মাদ্রাসার হলরুমে এই আয়োজন করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ আলমগীর হোসেনের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক শেখ নাসিমা সুলতানা, আরবি প্রভাষক আবু জাফর মোঃ মোজাম্মেল হক, হাফেজ মুফতি কেফায়েত উল্লাহ, সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মোঃ মনির হোসেন, সহকারী শিক্ষক মোঃ আল-আমিন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইব্রাহীম খলিল প্রমুখ।

মিলাদ পরিচালনা করেন মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষক মোঃ শাহিন হোসেন এবং মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির মা রহিমা ওয়াদুদ গত ৬ মে রাজধানীর কলাবাগানে তঁাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। রোববার মরহুমার নামাজে জানাজা কলাবাগান মাঠে শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়