প্রকাশ : ১২ মে ২০২৩, ০০:০০
গতকাল ১১ মে বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের মুন্সেফপাড়ায় সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করেছে চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব। এই সেবা প্রদান করেন ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ (জুনিয়র কনসালটেন্ট-শিশু) ডাঃ আসমা বেগম। এ সময় ক্লাবের বর্তমান সভাপতি রোটাঃ মাহমুদা খানম, সাবেক সভাপতি তাসলিমা মুন্নি, প্রেসিডেন্ট ইলেক্ট মিতু আক্তার ও সেক্রেটারী ইলেক্ট আফরোজা পারভীনসহ ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।