শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ মে ২০২৩, ০০:০০

কাল রাজিয়া রহমানের একক আবৃত্তি সন্ধ্যা
ইসমত আলম লাভলী ॥

কাল ১৩ মে শনিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে কবি ও আবৃত্তিশিল্পী রাজিয়া রহমানের একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

আবৃত্তি সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক সচিব কবি ও গীতিকার আজিজুর রহমান আজিজ, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি নাসির আহমেদ, একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী ভাস্কর বন্দোপাধ্যায়, একুশে পদকপ্রাপ্ত আবৃত্তি শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, স্বনামধন্য প্রকৌশলী ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাকুর মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরেণ্য আবৃত্তি শিল্পী রুপা চক্রবর্তী, অতিরিক্ত সচিব, সংবাদ পাঠক, উপস্থাপক ও আবৃত্তিকার দেওয়ান সাইদুল হাসান, অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের রামচন্দ্র দাস, সঙ্গীত পরিচালক লোকমান হাকিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির কাজী আফতাব উদ্দীন হাবলু, সাবেক সচিব বাংলাদেশ শিল্পকলা একাডেমির কবি ও প্রাবন্ধিক আসাদুল্লাহ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মজিবুল হক, বীর মুক্তিযোদ্ধা, কথাসাহিত্যিক ইসহাক খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাংলা একাডেমির পরিচালক ড. সাহাদাৎ হোসেন নিপু, দৈনিক প্রথম বেলার উপদেষ্টা সম্পাদক কবি ও অভিনেতা শাহ্ আলম, সভাপতি বাংলাদেশ কালচারাল সোসাইটি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ কবি মুশতারী বেগম, অধ্যক্ষ কবি শেরগুল আহম্মেদ, গ্লোবাল সভাপতি, তিন বাংলা কবি ও কথাকার সালেম সুলেরী, কবি ও প্রাবন্ধিক ড. সন্দিপক মল্লিক, ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের সাংস্কৃতিক সম্পাদক মাহফুজা রুমি ও প্রচার সম্পাদক সামিনা চৌধুরী। সকলকে সবান্ধব উপস্থিত থাকার জন্যে আমন্ত্রিত জানিয়েছেন আয়োজকরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়