রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ মে ২০২৩, ০০:০০

নিজেস্ব প্রতিনিধি ॥

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকানিয়া খানকা বাজারে শাহজাহান (৬৭) নামে এক চা-কনফেকশনারীর দোকানে হামলা লুটপাট ও মারধরের ঘটনায় উভয় পক্ষ কচুয়া থানায় অভিযোগ দায়ের করেছে। থানায় প্রথম অভিযোগকারী চা-কনফেকশনারী দোকানদার শাহজাহান জানান, বুধবার ১০ মে দুপুর ১টার দিকে আকানিয়া গ্রামের আমিন মিয়ার ছেলে মেহেদী (২৮), বজলু মিয়ার ছেলে রাব্বি (২৩) ও মেহেদীর ভাই আজাদ (৩৫) দোকানে অনধিকার প্রবেশ করে অতর্কিতভাবে আমার ও আমার স্ত্রীর ওপর হামলা চালিয়ে মারধর ও লুটতরাজ চালায়। এ সময় এক পথচারী ঘটনাটি দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দিলে কচুয়া থানার এএসআই মোঃ দিদারুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে আমাদেরকে উদ্ধার করে সিএনজি অটোরিকশা যোগে চিকিৎসার জন্যে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনার এক ঘন্টা পর একই ব্যক্তিরা পাশাপাশি নাওপুরা বাজারে গিয়ে রিয়াদ নামে এক যুবককে দেখে শাহজাহানের ছেলে সোহাগ কোথায় আছে জানতে চাইলে সে দেখেনি বললে তাকেও মারধর করে। পুলিশ রিয়াদকেও চিকিৎসার জন্য নিয়ে যায়। এর আগেও ওই ব্যক্তিরা শাহজাহানের দোকানে হামলা চালিয়ে তাকে মরধর করেছে বলে শাহজাহান দাবি করেছেন।

শাহজাহানের ছেলে সোহাগ ও ফারুক জানান, আমাদের গ্রামের একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী হেলাল নামে এক ব্যক্তির অনুসারী হয়ে অভিযুক্তরা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছে। আমরা দুই ভাইও একসময় তাদের অনুসারী হয়ে মাদক ব্যবসায় জড়িত ছিলাম। প্রায় একবছর হয় আমরা দুইভাই এ পথ ছেড়ে দিয়ে এলাকা ত্যাগ করে অন্যত্র সিএনজি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছি ও বসবাস করে আসছি। আমরা এ পথ ছেড়ে দেয়ায় এবং বাড়িতে না থাকায় তারা পূর্বশত্রুতার জের ধরে আমাদের জন্মদাতা পিতা-মাতাকে দফায় দফায় মারধর করে নির্যাতন চালিয়ে যাচ্ছে বলে সোহাগ ও ফারুক চোখের পানি ফেলে জানান। অভিযুক্ত মাদক ব্যবসায়ী হেলালের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এদিকে দ্বিতীয় অভিযোগকারী মেহেদীর মা খোদেজা বেগম জানান, শাহজাহানের ছেলে ফারুক ও সোহাগ পূর্ব শত্রুতার জের ধরে ১০ মে দিবাগত রাত আড়াইটার দিকে মোটরসাইকেল যোগে আমাদের বাড়িতে এসে অকটেন দিয়ে আমার বসতঘরের টিনের বেড়ায় আগুন ধরিয়ে দেয়। তখন আমার ডাকচিৎকারে পরিবারের লোকজনসহ স্থানীয়রা ছুটে আসতে দেখে ফারুক ও সোহাগ ঘটনাস্থল ত্যাগ করে এবং আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। এতে বেড়ার টিন পুড়ে ১০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়। প্রথম অভিযোগের প্রধান বিবাদী মেহেদী জানান, তারা গভীর রাতে আমাদের বাড়িতে অকটেন দিয়ে বসত ঘর জ্বালিয়ে পরিবারের লোকজনকে হত্যার চেষ্টা করে। আমরা শাহজাহানের দোকানে হামলা, লুটপাট বা তাদের স্বামী-স্ত্রীকে মারধর করিনি। শাহজাহান তাদের টিনের বেড়ায় হাত কেটে আহত হয়। এছাড়াও তারা আমার বিরুদ্ধে মাদকের যে অভিযোগ তুলেছে তাও মিথ্যা বানোয়াট। আমরা মাদকের সাথে জড়িত নই বলে সে দাবি করে। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা ও সমলোচনার ঝড় বইছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়