শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ মে ২০২৩, ০০:০০

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর সেতু দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের সাথে টোল উত্তোলনকারীরা প্রতিনিয়ত খারাপ আচরণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, সেতুর ইজারাদার কিছু লোককে হাজিরার ভিত্তিতে টোলের টাকা উত্তোলন করার জন্য রেখেছে। তারা টোলঘরের সামনে দাঁড়িয়ে চালকদের কাছ থেকে টাকা নেয়। তাদের দাঁড়িয়ে থাকা স্থানে গাড়ি না থামালে টোল আদায়কারীরা চালকদের গালমন্দ করে। গালমন্দ না করার জন্যে যাত্রীরা বললে উল্টো যাত্রীদেরকে গালমন্দ করাসহ মারার জন্য তেড়ে আসে। এসব আচরণ প্রতিদিন করে থাকে। এসব বিষয়টি কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করে থাকে। অন্যায়ভাবে একজন লোককে গালমন্দ করা ও তেড়ে আসার বিষয়টি তাদের নিকট যেন কিছুই না। এ নিয়ে যে কোনো সময় চালক, যাত্রী ও টোল উত্তোলনকারীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে ক’জন সিএনজি অটোরিকশা চালক জানান, টোলের টাকা নেয়ার জন্যে দাঁড়িয়ে থাকা লোকদের মধ্যে ক’জন রয়েছে তারা আমাদের সাথে টাকা নিয়ে খারাপ আচরণ করে। এমনকি মারার জন্য তেড়ে আসে। গাড়িতে থাকা যাত্রীরা তাদেরকে ডাক দিলে যাত্রীদের সাথেও তারা খারাপ আচরণ করে। মানসম্মানের ভয়ে কেউ কিছু বলে না। এ ব্যাপারে জসিম, সোহাগ, শাহআলম, নাছির, সাকিল ও মাসুদ জানান, টোল উত্তোলনকারী ক’জন টোলের টাকা নিয়ে গাড়িচালক ও যাত্রীদের সাথে খারাপ আচরণ করে। এসব আচরণ করা ঠিক না।

এ ব্যাপারে সচেতন যাত্রীদের দাবি, খারাপ আচরণ করা টোল উত্তোলনকারীদের এখান থেকে প্রত্যাহার করা হোক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়