প্রকাশ : ১১ মে ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জের নয়াহাট বাজারে নোংরা পরিবেশে রুটি বিস্কুট তৈরি এবং মেয়াদের তারিখ না থাকায় দুই বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি টীম।
সহকারী পরিচালক নুর হোসেন জানান, বুধবার ১০ মে দুপুরে ওই বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং পণ্যের গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদের তারিখ না থাকায় ডলফিন বেকারিকে ৫ হাজার টাকা এবং আলম ফুডকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ফরিদগঞ্জ থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।