প্রকাশ : ১১ মে ২০২৩, ০০:০০
![তীব্র দাবদাহে বৃক্ষতলে আশ্রয়](/assets/news_photos/2023/05/11/image-32845.jpg)
অনলাইন ডেস্ক
তীব্র দাবদাহ থেকে বাঁচতে শিক্ষার্থীরা একটু ছায়ায় আশ্রয় নিয়েছে। যখন এই তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। অত্যধিক গরমে ক্লাসরুমে থাকতে না পেরে তাদের এমন আশ্রয় খোঁজা। ছবিটি বুধবার সকালে পুরান বাজার ডিগ্রি কলেজ চত্বরের। ছবি : চাঁদপুর কণ্ঠ।