প্রকাশ : ১১ মে ২০২৩, ০০:০০
![চাঁদপুরস্থ শরীয়তপুর কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী](/assets/news_photos/2023/05/11/image-32844.jpg)
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুরস্থ শরীয়তপুর কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৯ মে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরস্থ রোটারী ভবনে আমন্ত্রিত অতিথিবর্গসহ সমিতির সদস্যদের ব্যাপক উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুরের চরসেনসাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক জিতু মিয়া বেপারী। তিনি তাঁর বক্তব্যর প্রারম্ভে সকলকে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে বলেন, মানুষের কল্যাণকর কাজের চিন্তা-চেতনা নিয়েই চাঁদপুরস্থ শরীয়তপুর কল্যাণ সমিতি সৃষ্টি হয়েছে। আপনারা যারা সমিতির সাথে অন্তর্ভুক্ত রয়েছেন, সকলেই যদি মানুষের কল্যাণকর কাজের চিন্তা করেন, তাহলে সমিতির মাধ্যমে অনেক ভালো কাজ করা সম্ভব হবে। আমি মনে করি, সমিতিতে যারা অন্তর্ভুক্ত রয়েছেন তারা সকলেই সামাজিক ও মানবিকতা সম্পন্ন। তাদের সকলকে চেষ্টা করতে হবে যাতে সমিতির মাধ্যমে ভালো কিছু করা যায়। তিনি এজন্যে সকলের ঐক্য ও সহযোগিতা কামনা করেন।
সমিতির সভাপতি ডাঃ মোঃ মুকবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নুরুদ্দিন দর্জি ও ক্রিস্টাল জেনারেল ইন্স্যুরেন্স কোঃ লিঃ-এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক সফিউদ্দিন আহমেদ। আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ, বিশিষ্ট সাংবাদিক আব্দুল গনি মিয়া, প্রভাষক শাহজালাল, শিক্ষক মোঃ ওয়ালিউল্লাহ, মোঃ দলিল উদ্দিন, মোঃ শফিক মিয়া, শাহআলম মিয়া, মোঃ ইদ্রিছ আলী, প্রভাষক আবু হানিফ প্রমুখ। পরে সকলের মাঝে রাতের খাবার বিতরণ করা হয়। তারপর একে অপরের সাথে কুশল বিনিময় করেন।