রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ মে ২০২৩, ০০:০০

সপ্তসুর সংগীত একাডেমীর রবীন্দ্রজয়ন্তী উদযাপন
স্টাফ রিপোর্টার ॥

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে চাঁদপুরের প্রসিদ্ধ সাংস্কৃতিক সংগঠন সপ্তসুর সংগীত একাডেমীর আয়োজনে ৯ মে সন্ধ্যায় চাঁদপুর শহরের প্রেসক্লাব রোডস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের অধ্যক্ষ ও বিশিষ্ট সংগীতশিল্পী রুপালী চম্পকের সভাপতিত্বে এবং সাংবাদিক শরীফ চৌধুরীর উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন সংগঠনের একমাত্র উপদেষ্টা চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত পিএইচএফ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন বিশ্বকবিই শুধু নন, তিনি সামগ্রিকতায় পরিপূর্ণ একজন সাহিত্য ব্যক্তিত্ব। তিনি বলেন, বাংলা ভাষা বিশ্বখ্যাত হওয়ার পেছনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ্বকবি রবীন্দ্রনাথ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসামান্য অবদান রয়েছে। তিনি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কারো তুলনা হয় না। তাঁর তুলনা তিনিই। বিশ্বে আজো এমন কোনো কবি জন্ম হয়নি, যার লেখা গান তিনটি দেশের জাতীয় সংগীত হিসেবে প্রচলিত।

আলোচনা শেষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে সংগঠনের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) সামছুল আলম, সংগীত নিকেতনের ভারপ্রাপ্ত সম্পাদক ও সিনিয়র সাংবাদিক ফারুক আহম্মদ, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সুফী খায়রুল ইসলাম খোকন, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়