শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ মে ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জের চরদুঃখিয়া পূর্ব ও পশ্চিম ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন
ফরিদগঞ্জ ব্যুরো ॥

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদুঃখিয়া পূর্ব ও ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে। শনিবার ৬মে সকালে উপজেলার পূর্ব আলোনিয়া রাধা-গেবিন্দ মন্দির প্রাঙ্গণে ও বিকেলে চরদুঃখিয়া দাসবাড়ির রাধা-গোবিন্দ মন্দিরে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠিত হয়। সকালে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন কমিটির সভাপতি জীবন কৃষ্ণ সরকারে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খগেশ চন্দ্র দাসের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি হিতেশ চন্দ্র শর্মা। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ণ রবিদাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রবীর চক্রবর্তী, শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ হরিপদ দাস, যুব ঐক্য পরিষদের আহ্বায়ক বিশ্বজিৎ দাস, সদস সচিব গনেশ লোধ বক্তব্য রাখেন। আলোচনা শেষে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি হিমাংশু চন্দ্র দাসকে সভাপতি, সঞ্জিত চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক ও জুটন দাসকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। নতুন কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করে উপজেলা কমিটির কাছে তালিকা জমা দেয়ার জন্য নিদের্শনা দেয়া হয়।

এদিকে বিকেলে চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের দাসপাড়া রাধা গোবিন্দ মন্দিরে ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রতন কৃষ্ণ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শীতল কান্তি সেনের পরিচালনায় প্রথম অধিবেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি হিতেশ চন্দ্র শর্মা। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ণ রবিদাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রবীর চক্রবর্তী, শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ হরিপদ দাস, যুব ঐক্য পরিষদের আহ্বায়ক বিশ্বজিৎ দাস, সদস সচিব গণেশ লোধ বক্তব্য রাখেন।

দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে রতন কৃষ্ণ দাসকে সভাপতি, হিরালাল দাসকে সাধারণ সম্পাদক ও শিপন দাসকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়