প্রকাশ : ১০ মে ২০২৩, ০০:০০
![চাঁদপুর রূপসী রোটার্যাক্ট ক্লাবের ২০২৩-২৪ রোটাবর্ষের সভাপতি-সচিব নির্বাচিত](/assets/news_photos/2023/05/10/image-32801.jpeg)
৯ মে মঙ্গলবার চাঁদপুর রোটারী ক্লাবের যুব সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর রূপসীর ২০২৩-২৪ রোটাবর্ষের সভাপতি ও সচিব নির্বাচিত করা হয়েছে। বোর্ডে রোঃ সুমাইয়া আক্তার সভাপতি এবং রোঃ নাভিনা ইসলাম সচিব হিসেবে নির্বাচিত হন।
সভায় চাঁদপুর রোটারী ক্লাবের রোটাঃ পিপি কাজী শাহাদাত পিএইচএফ, রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর রূপসীর পার্টনার ইন সার্ভিস কমিটির চেয়ারম্যান রোটাঃ পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম পিএইচএফ এবং সভাপতি রোটাঃ খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন আরএফএসএম, সভাপতি ইলেক্ট রোটাঃ অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন পিএইচএফ, সেক্রেটারী ইলেক্ট রোটাঃ উজ্জ্বল হোসাইন আরএফএসএম ও জয়েন্ট সেক্রেটারী রোটাঃ শাহানা ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি রোঃ শিশির সাহা, ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন রোঃ আফসানা আক্তার। উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি রোঃ সৈকত পাল ও আইপিপি কুলদীপ মালাকারসহ অন্য সদস্যরা।