প্রকাশ : ০৯ মে ২০২৩, ০০:০০
![মাদ্রাসা ও এতিম শিশুদের আহারের ব্যবস্থা করলো স্বপ্নছায়া সামাজিক সংগঠন](/assets/news_photos/2023/05/09/image-32765.jpg)
ফরিদগঞ্জে স্বপ্নছায়া সামাজিক সংগঠনের পক্ষ থেকে মাদ্রাসার ছাত্রসহ এতিম শিশুদের জন্য দুপুরের খাবারের আয়োজন সম্পন্ন হয়েছে।
৭ মে রোববার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার ১৪নং দক্ষিণ ইউনিয়নের পোঁয়া গ্রামের মাদ্রাসায়ে জামিয়া সুলতানিয়া রশীদিয়া দারুল উলুম মাদ্রাসার অর্ধশতাধিক এতিম ছাত্র-শিক্ষকদের দুপুরের খাবার গ্রহণ ও কুশল বিনিময় করেছেন স্বপ্নছায়া সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও জনতা ব্যাংক ফরিদগঞ্জ শাখার সাবেক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এই প্রতিবেদককে জানান, সুস্বাদু খাবারের প্রতি ঝোঁক আমাদের সকলেরই আছে। কিন্তু পিতা-মাতাহীন এতিম শিশুরা সব সময় তা পায় না। তাই আমাদের একজন সম্মানিত শুভাকাক্সক্ষীর অর্থায়নে মাদ্রাসার ছাত্রসহ এতিম শিশুদের নিয়ে আজকের এই আয়োজন করার উদ্যোগ গ্রহণ করেছি যাতে করে অন্তত কিছু সময়ের জন্য হলেও এই কোমলমতি শিশুদের মাঝে এক টুকরো তৃপ্তির হাঁসি ফুটে ওঠে। স্বপ্নছায়া সামাজিক সংগঠন প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত সমাজের বিভিন্ন রকম সেবামূলক কাজ করে আসছে। আগামী দিনগুলোতে সমাজের জন্য আরো বেশী কল্যাণকর সেবামূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সুপরামর্শ ও সহযোগিতা কামনা করছি।
এদিন মধ্যাহ্নভোজন আয়োজনে সংগঠনটির প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাহমুদ হাসান, আহমেদ সাব্বির, মোঃ রাসেল আহমেদ, মোঃ মাইনুদ্দিন পাটোয়ারী ও মোঃ শাকিল হোসেন।