প্রকাশ : ০৯ মে ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন](/assets/news_photos/2023/05/09/image-32761.jpg)
সারা বিশ্বের থ্যালাসেমিয়া রোগীদের ন্যায় সংগত অধিকার অর্জনে বাধা দূরীকরণ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় ফরিদগঞ্জে পালিত হলো বিশ্ব থ্যালাসেমিয়া দিবস।
৮ মে সোমবার স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘অনির্বাণ’-এর আয়োজনে এ উপলক্ষে উপজেলা কমপ্লেক্স হতে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মাকসুদুর রহমান। অনির্বাণের প্রধান সমন্বয়কারী ও ক্রিয়েটর নুরুল করিম ফরিদের সভাপতিত্বে এবং চন্দন কুমার দসের সঞ্চালনায় বক্তব্য রাখেন নিয়মিত রক্তদাতা পাভেল পাটওয়ারী, থ্যালাসামিয়া রোগীর অভিভাবক মাসুদ আলম রাঢ়ী, ক্রীড়া সংগঠক জিয়াউর রহমান জিয়া, আহম্মেদ উল্লা আকাশ, ডাঃ রঞ্জন কুমার সাহা, আশিকুর রহমান ছোটন, শাহরিয়ার দিপু প্রমুখ।