প্রকাশ : ০৮ মে ২০২৩, ০০:০০
![শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে ফরিদগঞ্জে শ্রমিক ইউনিয়নে দোয়া ও মোনাজাত](/assets/news_photos/2023/05/08/image-32719.jpg)
ভাষাবীর এমএ ওয়াদুদের স্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শল্য চিকিৎসক ডাঃ জেআর ওয়াদুদ টিপুর মমতাময়ী মা রহিমা ওয়াদুদের মৃত্যুতে চাঁদপুর জেলা ট্রাক ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ফরিদগঞ্জ উপজেলা শাখা নেতৃবৃন্দ দোয়া অনুষ্ঠান করেছে।
৭ মে রোববার দুপুরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডস্থ কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক নাজিম গাজী, দপ্তর সম্পাদক কলিম উল্লাহ, অর্থ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, উপজেলা শ্রমিকলীগের সভাপতি হানিফ কাজী, সাধারণ সম্পাদক শাহআলম মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শরীফ মিজি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রামিম, সহ-সভাপতি আমিনুল ইসলাম সুমন, দ্বীন ইসলাম, যুগ্ম সম্পাদক সবুজ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন জনি ও অর্থ সম্পাদক সহিদুল খলিল।