রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ মে ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জ পৌর বিএনপির সভাপতির পিতার মৃত্যু ॥ নেতা-কর্মীদের শোক
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ আমানত গাজীর পিতা, উপজেলা সদরের উত্তর কাছিয়াড়া গ্রামের বাসিন্দা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার মোঃ আবদুর রব গাজী (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। রোববার (৭ মে) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পৌর বিএনপির সভাপতি আমানত গাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকাল ১১টায় ফরিদগঞ্জ বাজারে তাদের নিজস্ব মালিকানাধীন একটি বিল্ডিংয়ের ছাদে নির্মাণ কাজ পরিদর্শনের সময় হঠাৎ ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। এ সময় স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদানকালে তিনি মৃত্যুবরণ করেন।

আবদুর রব গাজীর জানাজা আজ সোমবার সকাল ১০টায় ফরিদগঞ্জ পৌরসভার মাঠে অনুষ্ঠিত হওয়ার পর তাঁর নিজ বাড়ির কবরস্থানে দাফন করা হবে।

এদিকে পৌর বিএনপির সভাপতির বাবার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মোঃ হারুন অর রশিদ, নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক এমএ হান্নান, উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়