রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ মে ২০২৩, ০০:০০

অটিস্টিক শিক্ষার্থীদের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসতে হবে
অনলাইন ডেস্ক

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চাঁদপুর শহরস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৭ মে রোববার বিকেল ৫টায় চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কার্যালয়ে চাঁদপুর জেলা প্রশাসকের পক্ষে সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও ১৫ শতাংশ জমি বরাদ্দের বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে। চাঁদপুর জেলা প্রশাসক স্যার ও সমাজসেবার ডিডি মহোদয়ের সাথে যোগাযোগ করে এ বিষয়ে কথা বলবো। সেইসাথে সদর এসিল্যান্ডকে ১৫ শতাংশ খাস ভূমি অত্র বিদ্যালয়ের নামে বরাদ্দের ব্যবস্থা নিতে বলেছি। তিনি বলেন, প্রতিবন্ধী ও অটিস্টিকদের বিষয়গুলো খুবই মানবিক। সমাজের বিত্তবানদের কাছ থেকে যদি কিছু অর্থ সংগ্রহ করা যায়, তাহলে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করা যাবে। আমি আশা করবো প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের সহযোগিতায় সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন। সমাজে যারা অবস্থাসম্পন্ন রয়েছেন, তাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা সংগ্রহ করার চেষ্টা করতে হবে। এ জন্যে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এ সময় তিনি বিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

সভায় তাৎক্ষণিক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহম্মেদ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জন্যে ১৫ শতক খাস ভূমি বরাদ্দ দিতে (নামজারি করতে) চাঁদপুর সদর এসিল্যান্ডকে পরামর্শ দেন।

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রাণী ভৌমিকের পরিচালনায় সভায় অংশ নেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) প্রাণকৃষ্ণ দেবনাথ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ মোঃ ইসমাইল তপাদার কাঞ্চন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, সদস্য বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মোঃ মজিবুর রহমান, চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন নন্দী, চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার সেলিম, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ তাজুল ইসলাম মজুমদার, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিচিত্রা সাহা, সহকারী শিক্ষক মোঃ মোরশেদ আলম খান প্রমুখ।

সভায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য সোহেল রুশদী ব্যক্তিগত অর্থায়নে অসহায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস বিতরণ করার উদ্যোগ গ্রহণ করায় ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

এছাড়াও সভায় বিদ্যালয়ের জনবল সঙ্কট সমাধানের জন্যে বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগের ব্যবস্থা নেয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং অনুমোদন দেয়া হয়।

সভায় চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসানকে সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিমা রাণী ভৌমিককে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট চাঁদপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি তিন বছরের জন্যে অনুমোদন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়