রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ মে ২০২৩, ০০:০০

এক বছরে ফরিদগঞ্জ সড়কে হতাহত ৩৫
নূরুল ইসলাম ফরহাদ ॥

২০২২ সালে ফরিদগঞ্জে প্রায় ১০টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে ২৫ জন আহত হয় এবং ১০জন নিহত হয়েছে বলে বিভিন্ন পত্রিকা এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ফরিদগঞ্জের বার্ষিক প্রতিবেদন-২০২২-এ বলা হয়েছে উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৯ জন আর আহত হয়েছে ৯ জন। মূলত ফায়ার সার্ভিসের তথ্য সাত মাসের। তাই গত বছরের পূর্ণাঙ্গ চিত্র এখানে উঠে আসেনি।

সড়ক দুর্ঘটনার সংবাদ বিশ্লেষণে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে অধিকাংশ তরুণ। মোটরসাইকেল ও সিএনজি স্কুটার দুর্ঘটনার হার বেশী। ২০২১ সালের তুলনায় এ বছর দুর্ঘটনার হার যেমন বেশি তেমনি মৃত্যুর হারও বেশি। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাগড়া টু গৃদকালিন্দিয়া অংশে।

ফরিদগঞ্জে উল্লেখযোগ্য সড়ক দুর্ঘটনাগুলো হলো : ৪ ফেব্রুয়ারি গুরুতর আহত হয়েছেন সন্তোষপুর দরবারের পীর মাওলানা শাহ আবদুল করিম। ২৬ এপ্রিল উপজেলার গৃদকালিন্দিয়ায় প্রাইভেটকার ও সিএনজি স্কুটার মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়। ২৪ মে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের হাঁসা গ্রামে ১৪ বছরের এক অটোচালকের গাড়ি দুর্ঘটনায় আরেক ১৪ বছরের কিশোর নিহত হয়। ২৮ জুন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলতে এসে গৃদকালিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী ফরিদগঞ্জ সদরে সড়ক দুর্ঘটনায় আহত হয়। ২৫ জুলাই উপজেলার গোবিন্দপুরে ট্রাক চাপায় ইউসুফ মিজি (১১) নামে এক শিক্ষার্থী মারা যায়। ২৯ জুলাই উপজেলার বাগড়া বাজারে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে, এর মধ্যে ২ জনের বাড়ি ফরিদগঞ্জে। নিহতরা হলেন : কাছিয়াড়া গ্রামের মাসুদ পাটওয়ারী (৫০) ও লিটন হাজারী (৪০)। ১ আগস্ট উপজেলায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন আহত হয়। ফরিদগঞ্জ সেতুর পাশে সিএনজি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এখানে ৬ জন আহত হয়। অপরদিকে চতুরা এলাকায় দু’টি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে ৭ জন আহত হয়। ২৫ ডিসেম্বর উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ মিজানুর রহমান পাটওয়ারী (৩৫) নিহত হয়েছেন। এছাড়াও প্রবাসে সড়ক দুর্ঘটনায় ৩ জন ফরিদগঞ্জের সন্তান নিহত হন।

এ বিষয়ে নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ শাখা কমিটির সভাপতি বারাকাত উল্লাহ এ প্রতিনিধিকে বলেন, রাষ্ট্রের কাছে আমাদের প্রত্যাশা ‘আমরা স্বাভাবিক মৃত্যু চাই’। সড়ক দুর্ঘটনায় যারা পঙ্গু হয়ে বেঁচে আছে তারা বুঝে জীবন কত কষ্টের। তাই সড়ককে নিরাপদ রাখতে সবাইকে সচেতন এবং অভিজ্ঞ হতে হবে। চালকদের যেমন সড়ক আইন মানতে হবে তেমনি করে পথচারিদেরও তা মানতে হবে। সড়কের সাংকেতিক চিহ্ন ব্যবহারবিধি সবাইকে জানতে হবে। সঠিক ব্যবস্থাপনাই পারে সড়ককে নিরাপদ রাখতে।

দেশের সুষম ও টেকসই উন্নয়নের পূর্বশর্ত হলো সাশ্রয়ী ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা। সেজন্য জাতীয় স্বার্থেই সড়ক নিরাপত্তা বিষয়ে সরকারের মনোযোগী হওয়া উচিত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়