রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ মে ২০২৩, ০০:০০

গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল
শামীম হাসান ॥

ফরিদগঞ্জে সদ্য অনুমোদনপ্রাপ্ত ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন নবগঠিত ছাত্রদল কমিটির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২ মে (মঙ্গলবার) বিকেলে গোয়ালভাওর বাজারে নবগঠিত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ফজলে রাব্বি ও সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারীর নেতৃত্বে দুই শতাধিক ছাত্রদল কর্মীর উপস্থিতিতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ স্লোগানে স্লোগানে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ্ব এমএ হান্নান ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান মঞ্জু এবং সদস্য সচিব শাওন চৌধুরীকে। আনন্দ মিছিলটি গোয়ালভাওর বাজারের মূল সড়ক প্রদক্ষিণ করে।

আনন্দ র‌্যালি পরবর্তী নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা পর্বে নবগঠিত কমিটির সভাপতি ফজলে রাব্বি বলেন, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়বো ঐক্যবদ্ধ হয়ে। আর একসাথে আগামীতে রাজপথে থাকবো। নবগঠিত কমিটি সদস্যরা সংগঠন বহির্ভূত কাজ থেকে নিজেকে দূরে রেখে সিনিয়র নেতৃবৃন্দের দিক-নির্দেশনা মেনে আগামীতে ছাত্রদলকে সুসংগঠিত ছাত্রদল ইউনিট হিসেবে গড়ে তুলতে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আমাদের দ্বারা যেনো কারো কোনো ধরনের ক্ষতি না হয়, আমরা যেনো আমাদের কাজের মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে পারি সেই বিষয় মাথায় রেখে সামনের দিকে এগোতে হবে। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য রাজপথে উপজেলা ছাত্রদলের কমান্ড অনুযায়ী নবগঠিত ছাত্রদল সবসময় রাজপথে থাকবে। রাজপথে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করি। সকল প্রকার গ্রুপিং বাদ দিয়ে ও মতানৈক্য ভুলে একে অপরের হাতে হাত রেখে একসাথে আন্দোলন, সংগ্রাম সফল করার জন্য এগিয়ে আসবো, দলের জন্যে আমরা এক ও অভিন্ন।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক সাহেদুল ইসলাম আহাদ, সিনিয়র সহ-সভাপতি সালেহ আহম্মদ হৃদয়, নাজমুল হুদা শোয়েব, সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ হাসান, মোঃ তারেকুল ইসলাম, মোঃ মিরাজ পাটোয়ারী, নাহিদ হাসান হৃদয়, মহন হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক সাগর বেপারী, নাছিম হাওলাদার, দপ্তর সম্পাদক রাকিব, প্রচার সম্পাদক মারুফ পাটোয়ারী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আক্তার অনিক, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ফাহাদ আহম্মেদ, সদস্য সাকিব, আহম্মেদ শান্ত, হাসান মিজি ও ছাত্রদল নেতা হৃদয়, আহাদ, তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়