রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ মে ২০২৩, ০০:০০

রাতের আঁধারে অসহায় বৃদ্ধা মায়ের ঘরে আগুন
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

মতলব উপজেলায় শত্রুতা উদ্ধারে অসহায় বৃদ্ধা মায়ের ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে খোদ ছেলের বিরুদ্ধে। ২ মে মঙ্গলবার রাত ৯টায় মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ ঢাকিরগাঁও গ্রামের বকাউল বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিভালেও ততক্ষণে অসহায় বৃদ্ধা আশরাফ বিবির বসতঘরসহ ঘরে থাকা মালামাল পুড়ে যায়।

ঢাকিরগাঁও গ্রামের মৃত সাহেব আলী বকাউলের স্ত্রী আশরাফ বিবি জানান, গত বছরের ১৬ আগস্টে তার বড় ছেলে জিয়াউর রহমান তার সাথে প্রতারণা করে বাড়ির ৪ শতাংশ জমি তার নামে লিখে নিয়ে যায়। পরবর্তীতে তার প্রতারণার বিষয়টি জানতে পেরে বিধবা আশরাফ বিবি ছেলের এমন প্রতারণার বিরুদ্ধে চাঁদপুর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ছেলে জিয়াউর রহমান বেশ ক’বার তার বৃদ্ধা মাকে মারধর করে। এ নিয়ে পত্র-পত্রিকায় অনেক লেখালেখিও হয়েছে। তাদের মা ছেলের এমন বিরোধ নিয়ে মতলব থানায় এবং মতলব পৌরসভার মেয়রসহ বেশ কয়েকবার সালিসের মাধ্যমেও মীমাংসা করার চেষ্টা করেছেন। কিন্তু জিয়াউর রহমান আপস না হওয়ার কারণে সে মামলা গড়াতে থাকে আদালতে। আর ওই মামলায় আশরাফ বিবির ছেলে জিয়াউর রহমান ৩দিন হাজত খেটে গত ২০ এপ্রিল আপস মীমাংসার শর্তে জামিনে বের হয়ে আসে। আশরাফ বিবির অভিযোগ, জিয়াউর রহমান জামিনে বের হয়ে মীমাংসায় না গিয়ে উল্টো তাকে মামলা উঠিয়ে নেয়ার জন্য অনেক হুমকি-ধমকি প্রদান করে। ঘটনার আগের দিন জিয়াউর রহমানের স্ত্রী নীলুফা আক্তার ও তার মেয়ের শ্বশুর লিটন মৃধা আশরাফ বিবিকে নানা হুমকি-ধমকি প্রদান করে। তারা বলে, যদি জিয়াউর রহমানের বিরুদ্ধে দেয়া মামলা না উঠিয়ে নেন, তাহলে কীভাবে এ বাড়িতে থাকেন সেটি তারা দেখে নিবেন। এমন কি বৃদ্ধার ঘরটি আগুনে পুড়িয়ে দেয়ারও হুমকি দেয় তারা। তাদের হুমকির পরেরদিন রাতেই আশরাফ বিবির ঘরটি অগ্নিকাণ্ডে পুড়ে যায়। এতে আশরাফ বিবির সন্দেহ ও অভিযোগ, জিয়াউর রহমান তার মায়ের সাথে শত্রুতা উদ্ধারে স্ত্রী নীলুফা এবং মেয়ের শ্বশুর লিটন মৃধাকে দিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মতলব ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। ততক্ষণে বৃদ্ধা আশরাফ বিবির ঘরসহ মালমাল পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে ঘটনার দিন রাতেই আশরাফ বিবি সুবিচার পেতে মতলব দক্ষিণ থানায় ছেলে জিয়াউর রহমানের পরিবারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

ঘটনার বিষয়ে মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন বলেন, যখন জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে, তখন তার অ্যাডভোকেট আমাকে বলেছিলো যেহেতু তারা মা-ছেলে, সে কথা বিবেচনা করে জিয়াউরকে জামিন দেয়ার জন্য তার মাকে অনুরোধ করতাম। আমি তার মাকে বলেছি যে জিয়াউর জামিনে বের হলে আমরা তা সমাধান করবো। আর সেই আপস মীমাংসার শর্তে জিয়াউর জামিনে বের হয়ে আসে। কিন্তু সে আপস মীমাংসায় বসে না। সে খুব দুষ্ট প্রকৃতির লোক। এর পূর্বেও সে তার মাকে মারধর করেছে এবং জেল খেটেছে। আমি বর্তমানে মতলবের বাইরে আছি। তবে অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়টি আমি শুনেছি।

ঘটনার বিষয় মুঠোফোনে কথা হয় অভিযুক্ত জিয়াউর রহমানের সাথে। তিনি ঘটনার বিষয়টি অস্বীকার করে বলেন, আমার নামে তারা যে অভিযোগ তুলে ধরেছেন তা মিথ্যে। যে ঘরটি আগুনে পুড়েছে, ওই জমি এবং ঘর দুটি আমারই। আমার মা, ভাই বোনেরা দলিল মূলে মালিক, কিন্তু খতিয়ানে নং। আমার মায়ের কাছ থেকে আমি পাঁচ শতাংশ জমি ক্রয় করেছি। কিন্তু আমি আমার সম্পূর্ণ জায়গা বুঝে পাইনি। যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন এলাকা থেকে আমাকে একজন কল করে জানানোর পর আমি আমার স্ত্রীকে ফোন দিয়ে বলার পর তারাও অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়