প্রকাশ : ০৩ মে ২০২৩, ০০:০০
![বড়স্টেশনে ফুচকা কারখানায় অভিযান](/assets/news_photos/2023/05/03/image-32485.jpg)
চাঁদপুর শহর এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির অপরাধে ফুচকা কারখানার মালিক মনিরকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের একটি টিম। গত ২ মে শহরের বড়স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক নূর হোসেন রুবেল।
তিনি জানান, ছোট্ট একটি ফুচকা কারখানায় এদিন অভিযান করা হয়। এ সময় কারখানায় পাওয়া গেল পোড়া তেল, তার মধ্যে তেলাপোকা, খোলা টয়লেট, কর্মীদের পোশাকের অবস্থা খারাপ, ফুচকা পায়ের তলায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ। তখন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৭ হাজার টাকার জরিমানা এবং কারখানাটি সাময়িক বন্ধের ঘোষণা দেয়া হয়।