বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ আগস্ট ২০২১, ০০:০০

হাইমচর
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

গণটিকাদান কার্যক্রমে হাইমচরের ৬টি ইউনিয়নে সর্বসাধারণের উপচেপড়া ভিড় দেখা গেছে। সামাজিক দূরত্ব বজায় রেখে দিনব্যাপী প্রতিটি ইউনিয়নে টিকা কার্যক্রম অব্যাহত ছিলো।

৭ আগস্ট ২০২১ শনিবার সকাল থেকে গণটিকা কার্যক্রমের আওতায় উপজেলার ৬টি ইউনিয়নে একযোগে করোনা ভাইরাসের ভ্যাকসিন (টিকা) প্রদান শুরু হয়। সকাল ৮টা থেকে দিনব্যাপী ৬টি ইউনিয়নে টিকা কেন্দ্রের প্রতিটিতে ২টি বুথের মাধ্যমে ৩২৬৬ জনকে এ টিকা দেয়া হয়। ১নং গাজীপুর ইউনিয়নে ৫২৮টি, ২নং আলগী উত্তর ইউনিয়নে ৬০০টি, ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নে ৫৮৮টি, ৪নং নীল কমল ইউনিয়নে ৬০০টি, ৫নং হাইমচর ইউনিয়নে ৩১০টি, ৬নং চরভৈরবী ইউনিয়নে ৬০০টি টিকা দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ বেলায়েত হোসেন জানান, শনিবার থেকে ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। ইউনিয়ন টিকা কেন্দ্রে ঘুরে দেখলাম, সর্বসাধারণের মাঝে যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে। পঁচিশোর্ধ্ব সকল নাগরিকের কেউ কেউ টিকা কার্ড হাতে আবার কেউ আইডি কার্ড হাতে ভিড় জমিয়েছেন টিকা কেন্দ্রগুলোতে। আগামী সেপ্টেম্বর থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই টিকা গ্রহণের সুযোগ পাবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়