প্রকাশ : ২৪ মার্চ ২০২৩, ০০:০০
![অসহায়দের মাঝে ষোলদানা রেমিট্যান্স ফাইটারের ইফতার সামগ্রী বিতরণ](/assets/news_photos/2023/03/24/image-31082.jpg)
ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে ষোলদানা রেমিট্যান্স ফাইটার সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২২ মার্চ বুধবার দুপুরে এলাকার ৩৩ জন অতি দরিদ্র ও অসহায়দের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রির মধ্যে তেল, ছোলা, মুড়ি, খেজুর, পেঁয়াজ, খেসারীডাল সহ মোট ১৩টি আইটেম মিলিয়ে ২ হাজার ৫শ’ টাকার খাদ্য সামগ্রী প্রতিজনকে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ ইসলাম সবুজ, সভাপতি মোঃ নূর নবী মিজি, ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শফিক মিজি, সাধারণ সম্পাদক মোঃ রাশেদ ইসলাম মামুন, কোষাধ্যক্ষ মোঃ কাউছার মিজি, রুবেল মিজি, আব্দুর রহমান মিজি, আবু ইউসুফ, সবুজ মিজি, হৃদয় খান, সজীব, কাউছার হোসেন প্রমুখ।
এ সময় কোষাধ্যক্ষ কাউছার মিজি বলেন, মাদক ও ক্ষুধা মুক্ত সমাজ গড়া ষোলদানা রেমিট্যান্স ফাইটার সংগঠনের মূল লক্ষ এবং সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন বলে তিনি জানান। তিনি বলেন, সমাজের বিওবানরা যদি এভাবে এগিয়ে আসে তাহলে সমাজ থেকে দারিদ্যের সংখ্যা কমানো সম্ভব বলে তিনি মনে করেন।