মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩, ০০:০০

নারায়ণপুর পপুলার বালিকা উবির এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ মার্চ বুধবার বেলা ১১টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হারুন অর রশিদ পাটোয়ারীর সভাপ্রধানে বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ জিসান আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নজরুল ইসলাম বাবু, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহাদত হোসেন, মনির হোসেন প্রমুখ। দোয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা আক্তার।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আধারা মদিনাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মিল্লাত হোসেন, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য মোঃ আবদুল লতিফ, অভিভাবক সদস্য মোঃ আলমগীর পাটোয়ারী, নারায়ণপুর পূর্ব বাজার জামে মসজিদ ইমাম আলহাজ জয়নাল আবেদীন, আধারা জামে মসজিদের ইমাম শফিউদ্দীন, নারায়ণপুর উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম মোঃ মহসিন, হাজী দেলোয়ার হোসেন মিয়াজী ও হাফেজ মোঃ আবু হানিফ, নারায়ণপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক তাওহীদ পাটোয়ারী মনির, সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেন, অসীম গাইন, মোঃ সাইফুল ইসলাম, ইসরাত জাহান শশী, গোপাল চন্দ্র দাস, মোঃ রিফাত পাটোয়ারী, মোঃ রুবেল হাসান প্রমুখ।

বিদায় অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সপ্তম শ্রেণির ছাত্রী নুসরাত আক্তার। বিদায়ী বক্তব্য রাখেন পরীক্ষার্থী ইরিন জাহান।

অনুষ্ঠানে শেষে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নারায়ণপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আফজাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়