প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ০০:০০
![চাঁদপুর বিদ্যুৎ বিভাগে নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসানের যোগদান](/assets/news_photos/2023/03/23/image-31043.jpg)
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাঁদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নবাগত নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান। তিনি গত ১৯ মার্চ যোগদান করেন। এর আগে তিনি টাঙ্গাইল জেলার সখিপুর বিদ্যুৎ বিভাগে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে চাঁদপুর বিদ্যুৎ বিভাগে পদায়ন করা হয়।
পদোন্নতি পেয়ে নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান ভোলাতে বদলি হওয়ায় তার স্থলে মেহেদী হাসানকে চাঁদপুরে পোস্টিং দেয়া হয়েছে। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। তিনি এক ছেলে ও ১ মেয়ের জনক।
নবাগত নির্বাহী প্রকৌশলী বলেন, সকলের সহযোগিতায় চাঁদপুর বিদ্যুৎ বিভাগের উন্নয়নে কাজ করে যাবো।