মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে ডাঃ হারুনুর রশিদ সাগরের বিনামূল্যে চিকিৎসা সেবা অব্যাহত
এমকে মানিক পাঠান ॥

রাজনীতির পাশাপাশি অসহায়ের মাঝে অবিরাম বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়ে সমাজ সেবায় বিরল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন ডাক্তার হারুনুর রশিদ সাগর। প্রতিবছরের মত এবারো জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগরের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাঃ হারুনুর রশিদ সাগরের নেতৃত্বে ৫ জন চিকিৎসক ৩ শতাধিক দুস্থ-অসহায় রোগিদের চিকিৎসা সেবা দেন।

এই সময় চিকিৎসা সেবা নিতে আসা অসহায় রোগি সখিনা বেগম বলেন, ফরিদগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের এই নেতা ডাঃ সাগর বিভিন্ন সময়ে আমাদের মতো অসহায় রোগিদের চিকিৎসা সেবা দেন, তার চিকিৎসা সেবা পেয়ে আমরা উপকৃত হই। আমিও আমার মেয়ে ও নাতিকে নিয়ে চিকিৎসা নিতে আসছি। আর আজকে বঙ্গবন্ধুর জন্মদিনে তাঁকে স্মরণ করি।

৫০ উর্ধ্ব রোগি ওয়াজিউল্ল্যাহ বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনে ডাঃ হারুনুর রশিদ সাগর ভাই এর আগে ও এই উদ্যোগ অবশ্যই প্রশংসার যোগ্য, তিনি আজকে ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দিলেন চিকিৎসক টিম নিয়ে। তিনি আমাদের এলাকায় আরো কয়েকবার ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন, এলাকার মানুষ উপকৃত হয়েছে। আর চাঁদপুর জেলা শহরের তার হসপিটালে গেলেও অনেক রোগী তিনি ফ্রি দেখেন।

আয়োজকদের একজন জেলা ছাত্রলীগ নেতা আরেফিন শুভ বলেন, ফরিদগঞ্জ উপজেলাবাসীর অকৃত্রিম বন্ধু জেলা আওয়ামী লীগ নেতা ডাঃ হারুনুর সাগর প্রতি বছর এই কাজটি করে থাকেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পর্কে ডাঃ হারুনুর রশিদ সাগর বলেন, আমি সেই ২০০৩ সাল থেকেই চাঁদপুর জেলা শহরে ও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় রোগিদের চিকিৎসা সেবা দিয়ে আসছি, শুধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, জাতীয় শোক দিবসে, আমাদের নেত্রীর জন্মদিনেই সীমাবদ্ধ রাখিনি, আমি ফরিদগঞ্জ উপজেলার প্রত্যেক গ্রামে কমপক্ষে একটি করে হলে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। আমি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কর্মী আর এখন সেই সরকার ও রাষ্ট্র ক্ষমতায় আছেন তাই আমাদের অন্য সময়ের চেয়ে এখন জনগণের পাশে বেশি করে দাঁড়ানো উচিত, তাদের সুখ দুঃখের সাথী হওয়া উচিত। তিনি বলেন আমি ফরিদগঞ্জ উপজেলার মানুষের পাশে ছিলাম আগামীতে ও থাকবো ইনশাল্লাহ। তিনি আগত সকল রোগীর কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান।

ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, রূপসা আহমদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, ১৫ নং রূপসা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন শরিফ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আরিফুর রহমান মজুমদার, চাঁদপুর সরকারি কলেজে ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সহ নাট্যকলা বিষয়ক সম্পাদক আরেফিন শুভ, বালিথুবা পঃ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ফরিদ পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, বালিথুবা পঃ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক রাব্বি পাটওয়ারী, ১১ নং চর দুখিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি সাফায়াত হোসেন পলাশসহ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়