মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ০০:০০

নারায়ণপুর ডিগ্রি কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥

‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’-এই প্রতিপাদ্য নিয়ে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের আয়োজনে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন পালন করা হয়েছে। ১৭ মার্চ সকাল ৯টায় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর জন্মদিনের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়।

পরে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপ্রধানে এবং কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক বিজন কুমার সরকার ও আইসিটি বিভাগের প্রভাষক রবিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ মোসলেহ উদ্দিন, কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ রাশেদ খান, মোঃ কামরুজ্জামান মুন্সী, সহকারী অধ্যাপক ড. আফম সাইফুর রহমান ভূঁইয়া, মুক্তার আহাম্মদ।

বঙ্গবন্ধুর জন্মদিনে শিক্ষার্থীদের মুক্ত অংশ গ্রহণে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গানের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলামি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল হক। এ সময় কলেজের শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়