মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ০০:০০

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা প্রচারণা সপ্তাহ
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সেবা সপ্তাহের ১ম দিনে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। দিবসের শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিনসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সকাল সাড়ে ৯টায় হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের মাঝে চকলেট ও খেলনা সামগ্রী বিতরণ করা হয়। সকাল ১০টায় কেককাটা শেষে স্বাস্থ্যখাতে বঙ্গবন্ধুর ভাবনা এবং অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অচিন্ত্য কুমার চক্রবর্তী, কনসালটেন্ট (শিশু) ডাঃ খন্দকার আতিকুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ সারোয়ার হোসেন, ডাঃ মোঃ আফতাবুল আলম হিরু, ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে আজ শনিবার কমিউনিটি ক্লিনিকসমূহে স্বাস্থ্যখাতে বঙ্গবন্ধুর ভাবনা এবং অবদান শীর্ষক আলোচনা সভা ও রক্তচাপ এবং ডায়াবেটিস পরীক্ষা করা হবে। আগামীকাল রোববার প্রতিটি ইউনিয়নে পুষ্টি বিষয়ক প্রচারণা ও বঙ্গবন্ধুর পুষ্টি ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। সোমবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য হাইজিন বিষয়ে প্রচারণা, শিশু স্বাস্থ্য উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান নিয়ে স্কুল পর্যায়ে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মাতৃস্বাস্থ্যের উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হবে। বুধবার বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য পরীক্ষা ও বৃহস্পতিবার কমিউনিটি ক্লিনিকসমূহে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার পরীক্ষা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়