মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ০০:০০

বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাও : বাসদ
প্রেস বিজ্ঞপ্তি ॥

অবিলম্বে বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি করেছে বাসদ নেতবৃন্দ। ১৭ মার্চ শুক্রবার আফম মাহবুবুল হক মিলনায়তনে পার্টির এক কর্মী সভায় নেতৃবৃন্দ এই দাবি করেন। দলের কেন্দ্রীয় আহ্বায়ক সন্তোষ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন, কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম রফিক, কেন্দ্রীয় নেতা সৈ.ই. হোসেন রুমেল, সাখাওয়াত হোসেন বাদল, রফিকুল ইসলাম রফিক, কালা মানিক দেব প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, দেশী-বিদেশি মুনাফাখোর লুটপাটকারীদের স্বার্থে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধির ফলে জনজীবনে সঙ্কট আরো বৃদ্ধি পেয়ছে। আওয়ামী লীগ সরকার বেসরকারি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ বাবদ হাজার হাজার কোটি টাকা গচ্ছা দিচ্ছে। সরকারের দুর্নীতি ও ভুলনীতির সেই দায় জনগণের কাঁধে চাপাতেই সরকার দফায় দফায় দাম বৃদ্ধি করে চলছে। বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে কৃষি উৎপাদন খরচ, নিত্যপণ্যসহ সকল জিনিসের দামও আরেকদফা বাড়বে যা জনগণের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়িয়ে দিবে, জনগণের জীবন দুর্বিসহ হয়ে পড়বে। নেতৃবৃন্দ, অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, ভাড়াভিত্তিক বিদ্যুতকেন্দ্র বন্ধ, জ্বালানিখাতে দায়মুক্তি আইন বাতিল, দুর্নীতি-ভুলনীতি পরিহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখার জন্য আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। নেতৃবৃন্দ দেশীবাসীকে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়