প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০০:০০
![জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর](/assets/news_photos/2023/03/18/image-30831.jpeg)
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাবেক কমিটি নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে।
শুক্রবার বিকেল ৩টায় ক্যাফে কর্ণারের ৪র্থ তলায় ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি এমএ লতিফের সভাপতিত্বে সাবেক কমিটির সাধারণ সম্পাদক কেএম মাসুদের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন মিজি, সহ-সভাপতি এসএম সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুর রহমান গাজী, কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন, দপ্তর সম্পাদক সজীব খান, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক, কার্যকরী কমিটির সদস্য শেখ আল মামুন।
এ সময় সাবেক সাধারণ সম্পাদক কেএম মাসুদ সংগঠনের বিভিন্ন জরুরি কাগজপত্র ও হিসাব নিকাশ নব নির্বাচিত সভাপতি ও সম্পাদক সহ কার্যকরী পরিষদের কাছে হস্তান্তর করেন।