মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০০:০০

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী পালন
অনলাইন ডেস্ক

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩’ যথাযোগ্য মর্যাদায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজে উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সকাল সাড়ে ১০টায় ছাত্র-শিক্ষক মিলনায়তনে প্রভাষক উজ্জ্বল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদের নেতৃত্বে গভর্নিং বডি, শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মোঃ মাসুদ আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য কর্মজীবন সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারন করে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আগামীতে স্মার্ট ও সোনার বাংলাদেশ গড়তে আমাদেরকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য ও সাবেক সহকারী অধ্যাপক স্বপন কুমার পাল, উপাধ্যক্ষ আনোয়ার উল্ল্যা, শিক্ষক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক নাজমা আক্তার, শিক্ষক পরিষদের সম্পাদক ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মাকছুদুর রহমান, শিক্ষক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক প্রদীপ কুমার দাস প্রমুখ। আলোচনা শেষে কেক কাটা হয় এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ও হাজীগঞ্জ-শাহরাস্তির মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন গ্রন্থাগার প্রভাষক ফয়েজ আহমেদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়