মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০০:০০

হাজীগঞ্জে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
কাসরুজ্জামান টুটুল ॥

‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙ্গিন’ এই শ্লোগানে হাজীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) পুস্পস্তবক অর্পণ, কেক কাটা, মিলাদ, দোয়া ও আলোচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

এদিন সকালে সাংসদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, রাজনৈতিক দল, প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সমিতি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা চত্বরে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিক, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌঃ মোঃ জাকির হোসাইনের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়। এরপর চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আজাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু ছাইদ, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজালাল, একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরি, ফায়ার সার্ভিস কর্মকর্তা সাজেদুল কবির জোয়ার্দারসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়