প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ০০:০০
কচুয়া সীমান্তবর্তী কুমিল্লা বরুড়া উপজেলার ১৩নং আদ্রা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সোনাইমুড়ি গ্রামের ইদ্রিস হাজী বাড়ির আব্দুল কাদেরের একটি বসতঘর, একটি খাবার ঘর, রান্নাঘর ও গরু ঘরে একই বাড়ির পূর্বশত্রুতার জের ধরে কতিপয় দুষ্কৃতিকারী পেট্রোল ঢেলে প্রকাশ্যে দিবালকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এতে ২টি গরুসহ বসতঘরে থাকা নগদ অর্থ, আসবাবপত্র, জমি-জমার দলিলপত্র পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে ১৬ মার্চ বুধবার দিন-দুপুরে। সরজমিনে গেলে আব্দুল কাদেরের বৃদ্ধা মা জাহানারা বেগম ও আব্দুল কাদেরের ছেলে মহিনউদ্দীনের স্ত্রী বিউটি আক্তার জানান, ঘটনার দিনে কতিপয়দের সাথে জমির পানি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা প্রকাশ্যে প্রেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দেয়ার ১০ মিনিটের মধ্যে ৪টি ঘর পুড়ে যায়।
বাড়ির প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিতে চাইলে দুষ্কৃতকারীদের আতঙ্কে কেউ মুখ খুলতে চায়নি। তবে একই গ্রামের সাবেক ইউপি সদস্য আবীদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে আব্দুল কাদের বরুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। বরুড়া থানা অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।