মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ০০:০০

উপাদী উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে জয়নাল হোসেন জয়ী
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদে উপ-নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জয়নাল হোসেন তালুকদার (প্রতীক মোরগ)। তিনি ৪৩৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা কামাল (প্রতীক তালা) পেয়েছেন ৩১৫ ভোট।

জানা যায়, ওই ওয়ার্ডের উপ-নির্বাচনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উপাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একটানা ইভিএমণ্ডএর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই হাজার ৮৩৮ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৭শ’ ৮১ জন। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাহেল ভূঁইয়া। নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে আমির হোসেন সরকার (প্রতীক বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ১২২ ভোট, মজিব প্রধান (প্রতীক ফুটবল) পেয়েছেন ২৬৩ ভোট, ইকবাল হোসেন মিয়াজী (প্রতীক আপেল) পেয়েছেন ২২০ ভোট, মোঃ জয়নাল হোসেন (প্রতীক মোরগ), মোঃ ফয়েজ আহমেদ সবুজ (প্রতীক ভ্যান গাড়ি) পেয়েছেন ১৮২ ভোট, মোঃ শাজাহান বেপারী (প্রতীক ঘুড়ি) পেয়েছেন ১৮১ ভোট, বিলাল হোসেন (প্রতীক টিউবওয়েল) পেয়েছেন ৬২ ভোট। নির্বাচন শেষে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মতলব দক্ষিণ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন প্রার্থীদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, এই ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রধান (৬৭) গত ৩১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়